ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চেম্বার জজ আদালতে জরুরী বিষয় নিষ্পত্তি করবেন বিচারপতি নুরুজ্জামান

প্রকাশিত: ০০:৩০, ৯ আগস্ট ২০২০

চেম্বার জজ আদালতে জরুরী বিষয় নিষ্পত্তি করবেন বিচারপতি নুরুজ্জামান

স্টাফ রিপোর্টার ॥ শারীরিক উপস্থিতি ব্যতিরেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালতে অতীব জরুরী বিষয়গুলো নিষ্পত্তির জন্য বিচারপতি মোঃ নুরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিচার কাজ পরিচালনা করতে সুপ্রীমকোর্টের ভার্চুয়াল আপীল বিভাগ বসেছে। সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালতে অতীব জরুরী বিষয়গুলো নিষ্পত্তির জন্য বিচারপতি মোঃ নুরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। শনিবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে কঠোর সামাজিক দূরত্ব বজায় রেখে অতীব জরুরী বিষয়গুলো শুনানির নিমিত্তে আগামী ১২, ১৮ ও ২৫ আগস্ট সুপ্রীমকোর্টের আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি মোঃ নুরুজ্জামান আপীল বিভাগের চেম্বার কোর্টে বসবেন।
×