ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় মৃত্যুশূন্য আরেকটি দিন পার করল চট্টগ্রাম

প্রকাশিত: ০০:২৯, ৯ আগস্ট ২০২০

করোনায় মৃত্যুশূন্য আরেকটি দিন পার করল চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনায় মৃত্যুশূন্য আরেকটি দিন অতিবাহিত হয়েছে চট্টগ্রাম। এ নিয়ে চলতি মাসের সাতদিনে তৃতীয়বারের মতো এ চিত্র চট্টগ্রামের। তবে নতুন আক্রান্ত হয়েছেন ১১৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯৯১ জনে। শুক্রবার রাত পর্যন্ত চব্বিশ ঘণ্টার রিপোর্ট দিয়ে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামের ছয় ল্যাবে এবং কক্সবাজার মেডিক্যাল ল্যাবে মোট ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চবি ল্যাবে ১৫২, বিআইটিআইডিতে ১৮০, চমেকে ১৮৬ এবং সিভাসু ল্যাবে ১৩৫ নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে চবিতে ২৬, বিআইটিআইডিতে ৩, চমেকে ২৭ এবং সিভাসু ল্যাবে ৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারী শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৪ নমুনা পরীক্ষায় ২৫, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৪ নমুনা পরীক্ষায় ২৫ রোগীর নমুনা পজিটিভ হয়েছে। এর পাশাপাশি কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের আটটি নমুনা পরীক্ষা করে দুইজনের শরীরে পজিটিভ পাওয়া গেছে। অপরদিকে নতুন আক্রান্তদে মধ্যে নগরে ৯০ এবং উপজেলায় ২৭ জন রয়েছেন।
×