ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের দারুণ জয়

প্রকাশিত: ০০:১৮, ৯ আগস্ট ২০২০

ইংল্যান্ডের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক ॥ ইংল্যান্ডের বিপক্ষে ইয়াসির শাহ-নাসিম শাহরা উজাড় করে দিলেন নিজেদের। ব্যাটিং দুরূহ উইকেটে চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে হারতেই বসেছিল স্বাগতিকরা। তবে জস বাটলারের সঙ্গে শতরানের জুটিতে ক্রিস ওকস দেখালেন পথ। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষপর্যন্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে ইংলিশরা। চারদিনেই ম্যানচেস্টার টেস্টে ৩ উইকেটে জিতেছে জো রুটের দল। বাটলার-ওকসের দৃঢ়তায় তারা শেষ বেলায় ছুঁয়ে ফেলে ২৭৭ রানের লক্ষ্য। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান প্রথম ইনিংস- ১০৯.৩ ওভারে ৩২৬ ইংল্যান্ড প্রথম ইনিংস- ৭০.৩ ওভারে পাকিস্তান দ্বিতীয় ইনিংস- ৪৬.৪ ওভারে ১৬৯ (আগের দিন ১৩৭/৮) (ইয়াসির ৩৩, আব্বাস ৩*, নাসিম ৪; এ্যান্ডারসন ৯-২-৩৪-০, ব্রড ১০-৩-৩৭-৩, আর্চার ৬.৪-০-২৭-১, বেস ১২-২-৪০-১, ওকস ৫-১-১১-২, স্টোকস ৪-০-১১-২) ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ৮২.১ ওভারে ২৭৭/৭ (বার্নস ১০, সিবলি ৩৬, রুট ৪২, স্টোকস ৯, পোপ ৭, বাটলার ৭৫, ওকস ৮৪*, ব্রড ৭, বেস ০*; আফ্রিদি ১৫.১-১-৬১-১, আব্বাস ১৬-৪-৩৬-১, নাসিম ১৩-৪-৪৫-১, ইয়াসির ৩০-২-৯৯-৪, শাদাব ৮-০-৩৪-০) ফল: ৩ উইকেটে জয়ী ইংল্যান্ড
×