ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাবনার ‘টু-লেট’

প্রকাশিত: ০০:০৪, ৯ আগস্ট ২০২০

ভাবনার ‘টু-লেট’

সংস্কৃতি ডেস্ক ॥ অনিমেষ আইচের গল্প এবং নির্মাণে নাটক ‘টু-লেট’। নাটকে প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সৈয়দ মোশাররফ, জয়রাজ ও এই প্রজন্মের নন্দিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গেলো ৪ আগস্ট নাটকটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকে যারাই নাটকটি দেখছেন তারাই বর্তমান সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নাটকটির গল্প এবং এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয়েরও প্রশংসা করছেন। নাটকে শিল্পী সরকার অপু ও সৈয়দ মোশাররফের ‘বোবা মেয়ে ময়না’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন ভাবনা। ঘরবন্দী সময়ের গল্প নিয়ে অনিমেষ আইচের পরিচালনায় নির্মিত ‘টু-লেট’ নাটকটি করোনায় চারমাসে শুধু রাজধানীতে চাকরিহারা মানুষের জীবনের প্রতিচ্ছবিই ফুটে উঠেছে। নাটকটি এরই মধ্যে ঢাকার বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্ণধারেরও দৃষ্টিগোচর হয়েছে। ভাবনা বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা টুÑলেট নাটকের নাট্যকার এবং নির্মাতা অনিমেষ আইচের প্রতি। আগামীতেও আমি এই ধরনের নাটকেই অভিনয় করতে চাই যেসব নাটকে অভিনয় করলে সমাজের মানুষের উপকার হয়। ‘টু-লেট’ নাটকটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।
×