ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলাউদ্দিন আলীর অবস্থা সঙ্কটাপন্ন

প্রকাশিত: ০০:০৩, ৯ আগস্ট ২০২০

আলাউদ্দিন আলীর অবস্থা সঙ্কটাপন্ন

স্টাফ রিপোর্টার ॥ গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে। ঢাকার একটি হাসপাতালে বর্তমানে তার দেখভালের জন্য সর্বক্ষণিক রয়েছেন তার স্ত্রী ফারজানা আলীসহ তার অন্যান্য সন্তান। শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে শনিবার ভোর পৌনে পাঁচটায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হলে কিছুক্ষণ পর তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন। ২০১৫ সালের ৩ জুলাই আলাউদ্দিন আলীকে ব্যাঙ্কক নেয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল। এদিকে আলাউদ্দিন আলীর কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন বলেন, বাবার অবস্থা আজ সত্যিই সঙ্কটাপন্ন। আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন। তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। গুণী এই মানুষের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তার বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন।
×