ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ ভ্যাকসিনের নিরাপত্তায় উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব

প্রকাশিত: ০০:০১, ৯ আগস্ট ২০২০

রুশ ভ্যাকসিনের নিরাপত্তায় উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব

তাড়াহুড়া করে ভ্যাকসিন বের করলে বিপদের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা নিরাপত্তা ও কার্যক্ষমতার ব্যাপারে নিশ্চিত না হয়ে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দিলে তার পরিণাম ভয়াবহ হতে পারে। চলতি মাসের ১২ তারিখে রাশিয়ার করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিবন্ধনের ঘোষণা নিয়ে পশ্চিমা বিশ্ব এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। তবে সর্বশেষ রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ১২ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে নিজেদের তৈরি ভ্যাকসিন নিবন্ধন করবে ক্রেমলিন। তবে সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে থাকা যে ছয়টি করোনা ভ্যাকসিনের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে রুশ ভ্যাকসিন নেই।
×