ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যারি লামের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০০:০১, ৯ আগস্ট ২০২০

ক্যারি লামের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে রাজনৈতিক স্বাধীনতা খর্ব করতে ভূমিকা রাখার অভিযোগে সেখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ক্যারি ছাড়াও হংকংয়ের সাবেক ও বর্তমান পুলিশ প্রধানসহ আরও ১০ জনের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। খবর সিএনএন ও বিবিসি অনলাইনের। হংকংয়ের ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে পদক্ষেপের কারণে চীনকে শাস্তি দিতে গত মাসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশের আওতায় শুক্রবার হংকংয়ের প্রধান নির্বাহীসহ অন্যদের ওপর এই নিষেধাজ্ঞা আনল ওয়াশিংটন। নবেম্বরে পুনর্নির্বাচনের দৌড়ে ট্রাম্পের অংশ নেয়ার আগে বেজিংয়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নিলো মার্কিন প্রশাসন। ক্যারি লাম ছাড়াও হংকংয়ের পুলিশ কমিশনার ক্রিস ট্যাং এবং সাবেক পুলিশ কমিশনার স্টিফেন লো, হংকংয়ের সেক্রেটারি অব সিকিউরিটি জন লি কা-চিউ ও সেক্রেটারি অব জাস্টিস তেরেসা চেংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা আইন জারির মাধ্যমে হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব এবং মূল ভূখ-ের নিরাপত্তা বাহিনীকে দায়মুক্তি দিয়েছে বেজিং। একইসঙ্গে এই আইনের মাধ্যমে যেসব প্রতিষ্ঠান অথবা ব্যক্তি চীনের প্রতি বৈরী মনে হবে তাদের বিরুদ্ধে সেন্সরশিপের ভিত্তি তৈরি করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন বলেন, ‘হংকংয়ের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র এবং আমরা হংকংয়ের স্বায়ত্তশাসন ক্ষুণ্ডকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের অস্ত্র এবং কর্তৃত্ব ব্যবহার করব।’ এ নিষেধাজ্ঞার ফলে হংকংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াফত হবে।
×