ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুতের খুঁটি উপড়ে পাঁচ গ্রাম তিনদিন অন্ধকারে

প্রকাশিত: ২৩:৪৭, ৯ আগস্ট ২০২০

বিদ্যুতের খুঁটি উপড়ে পাঁচ গ্রাম তিনদিন অন্ধকারে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ আগস্ট ॥ আত্রাইয়ে ইটভাঁটির মাটি উত্তোলনের ফলে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে। ফলে ওই এলাকার ৫ গ্রামের প্রায় ২ হাজার পরিবার তিনদিন যাবত অন্ধকারে রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচপাকিয়া গ্রামে। জানা গেছে, উপজেলা সদর হতে পাঁচপাকিয়া হয়ে জয়নাথপুর পর্যন্ত বিদ্যুত সরবরাহের জন্য বিদ্যুতের লাইন টানা হয়। দীর্ঘদিন থেকে বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইন সঞ্চালিত হয় এদিক দিয়ে। এ লাইনের খুঁটির কাছ থেকে ইটভাঁটির মাটি উত্তোলনের ফলে বর্ষার পানিতে খুঁটির গোড়া ডুবে গেলে গত বৃহস্পতিবার রাতে একটি খুঁটি উপড়ে পড়ে যায়। ফলে ওই এলাকার পাঁচপাকিয়া, মোল্লাপাড়া, পারকাসুন্দা, জগদিসপুরসহ ৫ গ্রামের প্রায় ২ হাজার গ্রাহক তিনদিন থেকে অন্ধকারে রয়েছে। তিনদিন ধরে বিদ্যুত না থাকায় এসব গ্রাহক চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে বিদ্যুতের খুঁটি উপড়ে যাবার পর থেকে আত্রাই পল্লীবিদ্যুত অফিসের লোকজন লাইনটি সচল করতে অবিরাম কাজ করে যাচ্ছে। ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর ৮ আগস্ট ॥ শহজাদপুরের রুপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শনিবার বেলা ১১টায় ঢাকা-পাবনা মহাসড়কের চারমাথা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে তিনজন ইউপি সদস্যসহ এলাকার মানুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান রফিকুল সিকদার গত ৪ বছরে ইউপি সদস্যদের বেতন, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত কর্মসৃজন প্রকল্প, হোল্ডিং ট্যাক্সসহ নানা খাত থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাত করেছে। এসব অভিযোগ এনে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করেন বক্তারা।
×