ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে শিক্ষার্থী সিহাবের খুনী বাবাসহ গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৬, ৯ আগস্ট ২০২০

সান্তাহারে শিক্ষার্থী সিহাবের খুনী বাবাসহ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৮ আগস্ট ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার বহুল আলোচিত শিক্ষার্থী সিহাব আহাম্মেদ (১৭) হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী শিপলু ও তার বাবা এখলাস হোসেনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। ঘটনার ৭দিন পর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘি থানা পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই দু’জনকে গ্রেফতার করে। আদমদীঘি-দুপচাচিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কে.এইচ.এম এরশাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদ-উল-আজহার দ্বিতীয় দিন রবিবার সন্ধ্যায় উপজেলার রক্তদহ বিলের বেইলী সেতু এলাকায় পাশের করজবাড়ি গ্রামের সন্ত্রাসী শিপলু’র ছুরিকাঘাতে খুন হন সান্তাহার শহরতলীর দমদমা গ্রামের পূর্বপাড়ার মেধাবী ছাত্র সিহাব আহাম্মেদ। এ ঘটনায় গুরুতর আহত হয় সিহাবের দুই বন্ধু। জানা গেছে, রক্তদহ বিলের তিয়রপাড়া খালের বেইলি ব্রিজ পয়েন্টে ঈদের দিন বিকেলে দমদমা গ্রামের উত্তরপাড়ার শিহাব হোসেন ও তার কয়েক বন্ধুর সঙ্গে একই উপজেলার দক্ষিণপুর গ্রামের কিশোরদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে দক্ষিণগনিপুর গ্রামের সন্ত্রাসী শিপলু ও তার দলবল। ঈদের পরেরদিন সন্ধ্যায় দমদমা পূর্বপাড়ার নিরপরাধ শিক্ষার্থী সিহাব আহাম্মেদ তার দুই বন্ধু প্রহর ও জাকির হোসেনকে নিয়ে ওই ব্রিজ এলাকায় বেড়াতে গেলে দক্ষিণগণিপুর গ্রামের এখলাস হোসেনের ছেলে সন্ত্রাসী শিপলু বাহিনী অতর্কিতভাবে সিহাব আহাম্মেদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে তার গলা কেটে দেয়। তাকে বাঁচাতে গেলে তার দুই বন্ধু প্রহর ও জাকিরকেও ছুরিকাঘাত করে সন্ত্রাসী শিপলু একটি মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়।
×