ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই পরিবারের দ্বন্দ্বে সরকারী রাস্তায় বেড়া

প্রকাশিত: ২৩:৪৪, ৯ আগস্ট ২০২০

দুই পরিবারের দ্বন্দ্বে সরকারী রাস্তায় বেড়া

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার ধুনটে ভুতবাড়ি গ্রামে দুই পরিবারের দ্বন্দ্বের জের ধরে প্রথমে মারামারি পরে সরকারী রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় জনচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ঘটনাটি তুচ্ছ। রেশ এত দূর গড়াবে কেউ ভাবেনি। আশপাশের গাঁয়ের লোকজন কখনও চেয়ারম্যানের কাছে কখনও ইউএনওর কাছে নালিশ দিচ্ছেন। শনিবার পর্যন্ত কেউ বেড়া তুলে নেয়নি। পথরোধ হয়ে আছে। বলাবলি হয় ভুতবাড়ির লোকজন কি ভুত হয়ে গেল নাকি। ঈদের পরের দিন ওই গ্রামের মোগল শেখের ছেলে রুবেল হোসেন পাশের বাড়িতে সাউন্ড বক্স সেট করে সিডি প্লেয়ারে উচ্চ শব্দে গান বাজাতে থাকে। আশপাশের লোকজন অতিষ্ঠ হয়ে শব্দদূষণ বন্ধ করতে বলে। এ নিয়ে মোগল শেখ ও মোপাল শেখের পরিবারের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপর মোপাল শেখ তার বাড়ির সামনের সরকারী রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়। মোগল শেখ বসে থাকে না। সেও তার বাড়ির সামনের রাস্তা আরও শক্ত বেড়া দিয়ে বন্ধ করে। ব্যাস-বন্ধ হয়ে গেল জনচলাচলের সরকারী রাস্তা। এই বিষয়ে ভা-ারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম জানান, দুই পক্ষের মধ্যে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। ছাগলের ধান খাওয়ার জেরে পুকুরে বিষ নিক্ষেপ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ছাগলে ধান খেত খেয়েছে। জের ধরে প্রতিপক্ষ পুকুরে বিষ ঢেলে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এই ঘটনা বগুড়ার শাজাহনপুর উপজেলার জামুন্না বগুড়াপাড়া গ্রামের। শনিবার শাজাহানপুর থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। জামুন্না গ্রামের আনোয়ার হোসেন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। শুক্রবার দুপুরে একই গ্রামের আব্দুর রশিদ নামের এক ব্যক্তির ছাগল তার ধান খেতে ঢুকে ধান খেয়ে নষ্ট করে। এ নিয়ে বাগবিত-া ও হাতাহাতি হয়। শনিবার সকালে আনোয়ার হোসেন দেখেন তার পুকুরের অনেক মাছ মরে ভেসে উঠছে। তিনি বুঝতে পারেন কেউ বিষ দিয়ে মাছ মেরেছে।
×