ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে দুই বন্ধু খুন

প্রকাশিত: ২৩:৩৮, ৯ আগস্ট ২০২০

মির্জাপুরে দুই বন্ধু খুন

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৮ আগস্ট ॥ মির্জাপুরে দুই মোটরসাইকেল আরোহীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টঙ্গাইল মহাসড়কের পাশে জুঁইযুথী ফিলিং স্টেশনের কাছে পানি থেকে তাদের লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ। নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার চিলমারী থানার শান্তিনগর রমনা এলাকার ফরিদ ব্যাপারীর ছেলে ও গাজীপুরের কাশেমপুরে অবস্থিত গ্রামীণ ফেবরিক এ্যান্ড ফ্যাশনের কর্মকর্তা মাসুদ রানা (৩০) এবং রংপুর জেলার কোতোয়ালি থানার চানবারী গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন (২৮)। মামুন আশুলিয়ার চক্রবর্তী এলাকায় বিকাশ, মুদি ও চা বিক্রি করেন বলে জানা গেছে । পুলিশ ও নিহতদের আত্মীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুই বন্ধু মাসুদ ও মামুন ঈদের ছুটি শেষে রংপুর থেকে একটি মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার উদ্দেশে রওনা হন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার জুঁইযুথী ফিলিং স্টেশনের কাছে পথচারীরা পানিতে একটি লাশ ভাসতে দেখে প্রথমে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ওই স্থানের বন্যার পানি থেকে একজনের গলাকাটা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন। সেখানে দুইটি হেলমেট দেখে তাদের সন্দেহ হয়। পরে পানিতে খোঁজাখুঁজির পর আরও একজনের লাশ উদ্ধার করেন তারা। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ নিহতদের দেহ তল্লাশি করে মোবাইল ও কাগজপত্রের সূত্র ধরে মাসুদ রানা ও মামুনের পরিচয় নিশ্চিত হয়। আড়াইহাজারে অটোচালক স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ/নিজস্ব সংবাদদাতা সোনারগাঁও থেকে জানান, আড়াইহাজারে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আশু মোল্লা (৪৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় আড়াইহাজার-মদনপুর সড়কের উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আশু মোল্লা সোনারগাঁও উপজেলার মীরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে উক্ত স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা, নাক ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের ভাই বেনু মোল্লা ঘটনাস্থলে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। নিহতের দুই হাত পেছন দিক থেকে এবং মুখ নাকসহ ও দুই পা স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। চারঘাটে কলেজ ছাত্র স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, চারঘাট উপজেলায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সানি (২৫)। তিনি মাড়িয়া উত্তরপাড়া গ্রামের সমেজ আলীর ছেলে। সানি নাটোরে কলেজে পড়াশোনা করতেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাইদুর প্রামাণিক জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সানি। সকালে এলাকার একটি বিলের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। হাতিয়ায় ভাইয়ের হাতে বোন নিজস্ব সংবাদদাতা হাতিয়া থেকে জানান, পারিবারিক কলহের জের ধরে কুলছুমা (২০) নামে এক কিশোরীকে গলাটিপে হত্যার অভিযোগ তার ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামে। শনিবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত কুলছুম হলো চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে। স্থানীয় মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হালিম ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে ভাইবোনের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে নিহতের বড় ভাই শফি আলম তার গলা টিপে ধরলে কুলছুমের মৃত্যু হয়।
×