ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্টুয়ার্ট ব্রড-এ্যান্ডারসন জুটির ৯শ’

প্রকাশিত: ২৩:৩৪, ৯ আগস্ট ২০২০

স্টুয়ার্ট ব্রড-এ্যান্ডারসন জুটির ৯শ’

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ক্রিকেটের প্রায় দেড় শ’ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলিং জুটি হিসেবে ৯০০ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও জেমস এ্যান্ডারসন। ওল্ডট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে এ্যান্ডারসন ১ ও ব্রড নিয়েছেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ০ ও ৩। অভিষেকের পর এ পর্যন্ত দু’জনে একসঙ্গে খেলেছেন ১১৮ টেস্ট। যেখানে সম্মিলিতভাবে তাদের শিকার মোট ৯০১টি। এ্যান্ডারসন ৪৭৪, ব্রড ৪২৭। ১০৪ টেস্টে ১০০১ উইকেট নিয়ে তাদের ওপরে কেবল শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা জুটি। টেস্টে ৭০০’র বেশি উইকেট রয়েছে মাত্র ২ জুটির। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরন-চামিন্দা ভাস ৯৫ টেস্টে ৮৯৫, ওয়েস্ট ইন্ডিজের কার্টলি এ্যামব্রোস-কোর্টনি ওয়ালস ৯৫ টেস্টে নিয়েছেন ৭৬২ উইকেট। ইংল্যান্ড ইতিহাসের সর্বোচ্চ ৫৯০ টেস্ট উইকেটের মালিক এ্যান্ডারসনের অভিষেক ২০০৩ সালে। খেলেছেন ১৫৪ টেস্ট। ২০০৭ সালে অভিষিক্ত ব্রড উইন্ডিজের সঙ্গে আগের সিরিজেই দেশটির দ্বিতীয় বোলার হিসেবে পাঁচ শ’র ক্লাবে নাম লিখিয়েছেন। তার ঝুলিতে ৫০৭ উইকেট। আগেই উল্লেখ করা হয়েছে দু’জনেই একসঙ্গে খেলেছেন এমন টেস্টের সংখ্যা ১১৮টি। ব্রডের বয়স ৩৪ আর এ্যান্ডারসনের ৩৮। দু’জনেই দুর্দান্ত ফর্মে। এ্যান্ডারসন আরও বছর খানেক খেললে হয়তো এ জুটির শিকার সংখ্যা ১০০০ হয়ে যাবে।
×