ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব

প্রকাশিত: ২৩:৩৩, ৯ আগস্ট ২০২০

বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ খুব বেশিদিন আর নেই। আড়াই মাস আছে। এরপরই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে যাবেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বছর ২৯ অক্টোবরের পর থেকে ক্রিকেটে ফিরতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটও খেলতে পারবেন। আগেই জানান, এ জন্য এ মাসেই ইংল্যান্ডে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন। তবে সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুশীলন করবেন সাকিব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হবে সাকিবের অনুশীলন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেছেন, ‘সেপ্টেম্বরের শুরুর দিকে সাকিব দেশে ফিরবেন। বিকেএসপিতে অনুশীলন করবেন। আমার সঙ্গে সাকিবের কথা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আছে। ক্রিকেটের বাইরেও অন্য কোচরা আছেন, যারা তার ফিটনেসের ব্যাপারে সাহায্য করতে পারবেন।’ স্ত্রী ও দুই কন্যা নিয়ে এখন যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। নিষিদ্ধ হওয়ার আগে গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর ভারত সফরে যাওয়ার আগে নিষিদ্ধ হন এই অলরাউন্ডার। এ মাসেই ইংল্যান্ডে ব্যক্তিগত অনুশীলন করা নিয়ে জুলাইয়ে সাকিব জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আগামী (আগস্ট) মাস থেকেই আমার অনুশীলনে ফেরার কথা। তিন মাস সময় পাব নিজেকে ভাল মতো প্রস্তুত করার জন্য। আমি এতদিন কিছু করিনি। এই তিন মাসই যথেষ্ট, নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ গড়নে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এটাই পরিকল্পনা।’
×