ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওল্ড ট্র্যাফোর্ডে তবু ইতিহাস পাকিস্তানের পক্ষে!

প্রকাশিত: ২৩:৩৩, ৯ আগস্ট ২০২০

ওল্ড ট্র্যাফোর্ডে তবু ইতিহাস পাকিস্তানের পক্ষে!

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাটিং-বোলিংয়ে ওল্ডট্র্যাফোর্ড টেস্টের প্রথম দুইদিন সমানে দাপট দেখিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩২৬ রান তোলার পর ইংলিশদের ২১৯-এ গুটিয়ে দেয় সফরকারীরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে খেই হারায় আজহার আলির দল। ১০৭ রানে এগিয়ে থেকেও প্রতিপক্ষকে তিন শ’ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে অলআউট হয় ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। তাতে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭। শনিবার চতুর্থদিন এ রিপোর্ট লেখার সময় ৩৬ ওভারে ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৮৬। অবশ্য টেস্ট ক্রিকেটে ম্যাচের চতুর্থ ইনিংসে এই রান করে জয় পাওয়া মোটেও সহজ নয়। পাকিস্তানের বিপক্ষে কাজটা আরও বেশি কঠিন। ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২১৯ রান চেজ করে জিতেছিল সেই ১৯৮২ সালে লিডসে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ২০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে ভারত ২০০৭ সালে দিল্লী টেস্টে। পাকিস্তানের বিপক্ষে ২৫০-এর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড তো আরও কম। মাত্র পাঁচবার ঘটেছে এমন ঘটনা। ১৯৯৯ সালে ঐতিহাসিক হোবার্ট টেস্টে ওয়াসিম, ওয়াকার ও শোয়েবদের বিপক্ষে ৩৬৯ রান তাড়া করে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দুইবার করে ২৫০-এর বেশি রান তাড়া করেছে পাকিস্তানের বিপক্ষে। ইংল্যান্ডকে অবশ্য আত্মবিশ্বাসী করতে পারে ওল্ডট্র্যাফোর্ডের স্মৃতি। ২০০৮ সালে এখানে নিউজিল্যান্ডের ২৯৪ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। এই মাঠে চতুর্থ ইনিংসে সেটিই সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। এছাড়া ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের ২৩১ রান তাড়া করেছিল ইংলিশরা। তবে এবার কাজটা সহজ নয়। উইকেটে সিম মুভমেন্ট আছে, আছে স্পিনও। আর প্রতিপক্ষ দলে আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও ইয়াসির শাহ। আরও স্পিনার প্রয়োজন হলে আছেন শাবাদ খান। এমন বৈচিত্র্যময় বোলিংয়ের বিপক্ষে ইংল্যান্ড চতুর্থ ইনিংসের কেমন করে সেটি অবশ্যই বড় প্রশ্ন। ইংলিশদের সামনে তিন শ’র চ্যালেঞ্জ ছুড়ে দিতে আরও ১৯৩ রান করতে হতো পাকিস্তানকে। হাতে সময়ও ছিল যথেষ্ট। কিন্তু দ্বিতীয় ইনিংসে বেশ কয়েকজন ব্যাটসম্যান আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি। ইংলিশ বোলিংয়ের সামনে খাবি খায় সফরকারীরা। ৪৬.৪ ওভারে অলআউট হয় মাত্র ১৬৯ রানে। সর্বোচ্চ ৩৩ রান করেন আট নম্বরে নামা ইয়াসির শাহ। টপঅর্ডারে আবিদ আলি ২০, অধিনায়ক আজহার আলি ১৮, বড় তারকা বাবর আজম ৫, আসাদ শফিক ২৯, মোহাম্মদ রিজওয়ান ২৭ রান করে সাজঘরে ফেরেন। ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ৩, ক্রিস ওকস ও বেন স্টোকস নেন দুটি করে উইকেট।
×