ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৮:২৭, ৮ আগস্ট ২০২০

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। আজ শনিবার সকালে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ‘মানবিক পুলিশের চোখে জনতার আকাক্ষা লেখা থাকে’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জেলায় করোনা প্রতিরোধে শুরু থেকেই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন। জেলার করোনা রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন। তার ‘নো মাস্ক নো মেডিসিন’ ও নো মাস্ক, নো বাজার’ শ্লোগান জেলায় ব্যাপক সাড়া জাগিয়েছে। শেরপুরে এখন মাস্ক ছাড়া কোনো ওষুধ বিক্রি হয় না। এছাড়া পুলিশ সদস্যদের বেতনের টাকায় তিনি জেলা হাসপাতালে নমুনা বুথ স্থাপন করেন। লকডাউনকালে অসহায় ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কাটাসহ করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। একই সাথে জেলা পুলিশ বিভাগের সদস্যদের উজ্জীবিত রাখতে নানামুখী কর্মতৎপরতা চালিয়ে আসছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। করোনা আক্রান্ত পুলিশ সদস্যের খোঁজ-খবর নেওয়াসহ তাদের পরিবারেরও সার্বিক খোঁজ রাখছিলেন। বৃহস্পতিবার তিনি কিছুটা অসুস্থবোধ করলে জেলা হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) সদস্যরা তার ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেন। পরে শুক্রবার রাতে তার নমুনার ফলাফল পজেটিভ আসে। তবে পরীক্ষায় তার স্ত্রী ও ২ ছেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, পুলিশ সুপার বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। কিছু উপসর্গ থাকলেও তিনি অনেকটা সুস্থ রয়েছেন। এদিকে একই দিন আরও এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩২৮ জন। সুস্থ হয়েছেন ২৯১ জন। আর ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৮৯ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৫৩, নকলায় ৫৮, নালিতাবাড়ীতে ৬৩, ঝিনাইগাতীতে ২৮ ও শ্রীবরদী উপজেলায় ২৬ জন রয়েছেন।
×