ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশিত: ১৬:১৩, ৮ আগস্ট ২০২০

কালকিনিতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ দোকান ঘরের টিনের চালা কেটে মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারের শরীফ কসমেটিকস্ এন্ড কনফেকশনারী দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল দোকান থেকে নদগ ৪’লক্ষাধীক টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ওই দোকানের সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্তের দাবিতে থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। এদিকে আজ শনিবার সকালে এ চুরির ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা। দোকানের মালিক মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, আমার দোকান থেকে চোরচক্র নগদ ৪’লক্ষ টাকা ও প্রযোজনীয় কাগজপত্র নিয়ে গেছে। সেই চিত্র আমার দোকানে লাগানো সি.সি.টিভির ফটেজে আছে। আমি সেই ভিডিও চিত্র থানা পুলিশের কাছে দিয়েছি। আমার দাবি এই ভিডিও চিত্র দেখে চোর শনাক্ত করে আমার টাকা ও কাগজপত্র যাতে আমি উদ্ধার করতে পারি। এ ব্যাপারে কালকিনি থানার এস.আই দীবাকর সরকার বলেন, ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত করে টাকা ও কাগজপত্র উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ চুরির ঘটনায় একজনকে সন্দেহ করা হয়েছে। তাই তার সি.ডি.আরের জন্য কনট্রোল রুমে আবেদন করা হয়েছে।
×