ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গত ১৭ বছরের মধ্যে ব্রিটেনের তাপমাত্রা সর্বোচ্চ

প্রকাশিত: ১০:১৮, ৮ আগস্ট ২০২০

গত ১৭ বছরের মধ্যে ব্রিটেনের তাপমাত্রা সর্বোচ্চ

অনলাইন ডেস্ক ॥ ব্রিটেনে গত ১৭ বছরের মধ্যে আগস্ট মাসে ৭ আগস্ট শুক্রবার সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাউথ ইস্ট লন্ডনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রী। রোদ্র উজ্জ্বল আবহাওয়া থাকায় লোকজন সমুদ্র সৈকতগুলোতে প্রচণ্ড ভিড় করছেন। তবে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বারবার সর্তক করে দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় মৃত্যুবরণ করেছেন ৯৮ জন, আর আক্রান্ত হয়েছেন ৮৭১ জন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ব্রিটেনে আরও কয়েকদিন গরম আবহাওয়া অব্যাহত থাকবে। তবে ইংল্যান্ড ও ওয়েলসে সর্বাধিক গরম থাকবে এবং স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে তুলনামূলক কম গরম পড়বে। শুক্রবার লন্ডন হিথ্রো বিমানবন্দর এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৪ সে.। এর আগে ২০০৩ সালের আগস্ট মাসে এ রকম গরম তাপমাত্রা ছিল। এদিকে, ওয়েলসে ২৬.৪ সে. স্কটল্যান্ডে ২৩.৫ সে. এবং নর্থান আয়ারল্যান্ডে ২০.৯ সে. তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গরমের কারণে সারে এলাকায় বনে আগুনের সূত্রপাত্র হয়। শুক্রবার বিকালে বর্নমাউথ, ক্রিস্টচার্চ, পুল কাউন্সিল কর্তৃপক্ষ কোভিড-১৯ এর কারণে অতিরিক্ত সর্তকতা জারি করে ২৪টি সৈকতের ১৯টিতে রেড এলার্ট জারি করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে এই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
×