ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিহত ১৭

রানওয়েতে ছিটকে পড়ে উড়োজাহাজ ২ টুকরো

প্রকাশিত: ০০:৫০, ৮ আগস্ট ২০২০

রানওয়েতে ছিটকে পড়ে উড়োজাহাজ ২ টুকরো

জনকণ্ঠ ডেস্ক ॥ দুবাই থেকে ১৯১ আরোহী নিয়ে ভারতের কেরলে নামার সময় রানওয়েতে ছিটকে পড়ে এয়ার ইনডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজের অন্তত ১৭ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরলের কালিকট বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট আইএক্স ১৩৪৪ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিমান দুর্ঘটনায় খুবই ব্যথিত হয়েছি। খবর বিবিসি ও এনডিটিভির। করোনাভাইরাস মহামারীর মধ্যে দুবাইয়ে আটকা পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি। প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে সেটি দুই টুকরো হয়ে যায়। ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, ১০ শিশুসহ মোট ১৮৪ যাত্রী ছিলেন ওই উড়োজাহাজে। ফ্লাইট পরিচালনায় ছিলেন দুজন পাইলট ও পাঁচজন কেবিন ক্রু। কালিকটের আইনপ্রণেতা এম কে রাঘাবন বিবিসিকে বলেন, বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দুর্ঘটনায় উড়োজাহাজটির দুই পাইলটেরও মৃত্যু হয়েছে। অধিকাংশ আরোহীকে বের করে আনা সম্ভব হলেও চারজন ভেতরে আটকে আছেন। অন্তত ১১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। সিভিল এভিয়েশনের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, প্রবল বৃষ্টির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের দুটি অংশ দুই দিকে পড়ে আছে, চারদিকে ছড়িয়ে আছে টুকরো অংশ। উদ্ধারকর্মীরা প্রবল বৃষ্টির মধ্যে সেই ধ্বংসস্তূপ থেকে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, চাকা পিছলে উড়োজাহাজটি রানওয়ে থেকে বেরিয়ে যায় এবং ৩০ ফুট নিচে ঢালু জমিতে ধাক্কা খায় বিমানের নাক। তবে দুর্ঘটনার পর উড়োজাহাজে আগুন না ধরায় আরও অনেক প্রাণহানি এড়ানো গেছে।
×