ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন্যার্ত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকা দেবে ব্র্যাক

প্রকাশিত: ০০:৩৬, ৮ আগস্ট ২০২০

বন্যার্ত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকা দেবে ব্র্যাক

জনকণ্ঠ ডেস্ক ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকার আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। এতে প্রত্যেক পরিবার দুই হাজার টাকা করে সহায়তা পাবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি। খবর বাংলা ট্রিবিউনের। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও সুনামগঞ্জ জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১৫ উপজেলায় এই অর্থ সহায়তা দেয়া হবে। পরিবারগুলোর কাছে এই টাকা পাঠানো হবে বিকাশের মাধ্যমে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় ব্র্যাক। ঘূর্ণিঝড় আইলা, মহাসেন, আমফানের সময়ও ব্র্যাকের কর্মীরা দুর্গত এলাকাগুলাতে সেবা দিয়েছেন। তিনি বলেন, এবারের বন্যা পরিস্থিতিতেও আমরা দুর্গতদের আর্থিক সহায়তা দেব।
×