ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে বিউবোনিক প্লেগে মৃত্যু, গ্রাম অবরুদ্ধ

প্রকাশিত: ০০:২৮, ৮ আগস্ট ২০২০

চীনে বিউবোনিক প্লেগে মৃত্যু, গ্রাম অবরুদ্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এবার বিউবোনিক প্লেগে এক ব্যক্তির মৃত্যুর পর সেখানকার একটি গ্রাম অবরুদ্ধ করে ফেলেছে কর্তৃপক্ষ। ইনার মঙ্গোলিয়ার বাওতো পৌর স্বাস্থ্য কমিশন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, রবিবার বাওতো শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ একজনের মৃত্যুর খবর পায়। পরে ওই ব্যক্তি বিউবোনিক প্লেগ আক্রান্ত ছিলেন বলে বৃহস্পতিবার নিশ্চিত হওয়া গেছে। দেহে রক্ত সঞ্চালন ব্যবস্থা বিকল হয়ে রোগীটি মারা যায়। তবে তিনি কীভাবে প্লেগ আক্রান্ত হলেন তা বিবৃতিতে জানানো হয়নি। রোগটির বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ সুজি সিনকুন গ্রাম ‘অবরুদ্ধ’ করেছে বলে জানিয়েছে সিএনএন। মারা যাওয়া ব্যক্তি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। গ্রামের বাসিন্দাদের বাড়িঘর প্রতিদিন জীবাণুমুক্ত করার নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ। তবে গ্রামের সব বাসিন্দার প্লেগ পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত কাউকে এই রোগে আক্রান্ত পাওয়া যায়নি বলে জানানো হয়েছে বিবৃতিতে। বাওতো পৌর স্বাস্থ্য কমিশন বলছে, মারা যাওয়া রোগীর নিবিড় সংস্পর্শে আসা নয়জন এবং তাদের সংস্পর্শে আসা আরও ২৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবার প্লেগ পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। এই বছর চীনের ইনার মঙ্গোলিয়ার বায়ান্নুর শহরে গত জুলাই মাসের শুরুর দিকে প্রথম এক পশুপালকের দেহে বিউবোনিক প্লেগ ধরা পড়ে। এরপর আরও একজনের প্লেগ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল ইনার মঙ্গোলিয়া। এবার সেখানকারই আরেক গ্রামে বিউবোনিক প্লেগে প্রথম একজন মারা গেল। বিউবোনিক প্লেগ ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ। ইঁদুর বা এ জাতীয় প্রাণীর মৃতদেহ এবং মল-মূত্র থেকে মাছি বাহিত হয়ে মানুষের দেহে এ ব্যাক্টেরিয়া প্রবেশ করে। এ রোগের লক্ষণ প্রবল জ্বর, শীতের অনুভূতি, বমি বমি ভাব, দুর্বলতা এবং ঘাড়, বগল ও কুঁচকির লাসিকাগ্রন্থি ফুলে ব্যথা হওয়া।
×