ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তরে বিশেষ অভিযান আজ থেকে

প্রকাশিত: ০০:০২, ৮ আগস্ট ২০২০

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তরে বিশেষ অভিযান আজ থেকে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাবাসীকে ডেঙ্গু থেকে রক্ষায় এডিস মশা নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে আবারও বিশেষ অভিযান (চিরুনি অভিযান) শুরু হচ্ছে। যা ২০ আগস্ট পর্যন্ত ১০ দিন চলমান থাকবে। আগামী ১১ আগস্ট জন্মাষ্টমী, ১৪ আগস্ট শুক্রবার এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চিরুনি অভিযান বন্ধ থাকবে। অভিযান সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। তবে অঞ্চল বা ওয়ার্ড ভেদে প্রতিদিনের চিরুনি অভিযান শুরু ও শেষের সময় পরিবর্তন হতে পারে। ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিরুনি অভিযান সম্পর্কে নগরবাসীকে অবহিত করতে ইতোমধ্যে ডিএনসিসির সর্বত্র মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। ডিএনসিসি মেয়র আতিকুল বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের স্থাপনার ভেতরে-বাইরে, আশপাশে তিনদিনের বেশি পানি জমা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ডেঙ্গু থেকে সুরক্ষিত নই। নগরবাসীর প্রতি আহ্বান, বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার, শহর ও রাষ্ট্রকে সুরক্ষিত রাখুন। চিরুনি অভিযানের জন্য প্রতিটি ওয়ার্ডকে ১০ সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০ সাবসেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে অর্থাৎ ১০ সাবসেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
×