ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতারণা মামলায় গ্রেফতার

চার নাইজেরীয়সহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ২৩:৫৯, ৮ আগস্ট ২০২০

চার নাইজেরীয়সহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকের মাধ্যমে প্রতারণার অভিযোগে করা মামলায় চার নাইজেরিয়ান নাগরিকসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার তাদের পাঁচজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় কাফরুল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সকালে র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত র‌্যাব-৪-এর একটি দল রাজধানীর কাফরুল ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- অনুয়ারাহ নামাদি (৩২), রুবেন (৪১), মাকদু কেলভিন (৪১), ফ্রান্ক জ্যাকব (৩৫) এবং টুম্পা আক্তার (২৩)। এদের মধ্যে টুম্পা আক্তার নিজেকে বাংলাদেশের কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংকে অর্থ জমাকৃত বই, চেকবই, ১২টি মোবাইল, একটি প্রাইভেট জিপ, তিন লক্ষাধিক টাকাসহ হোয়াটসএ্যাপ-ইমো-ফেসবুকে কথোপকথনের স্ক্রিনশটের কপি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাফরুল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
×