ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনার এই সময়

প্রকাশিত: ২৩:০৮, ৮ আগস্ট ২০২০

করোনার এই সময়

* ইউরোপের দেশে দেশে করোনার দ্বিতীয় আক্রমণের ঢেউ উঠছে। * জীবন ও জীবিকা কোনটা আগে ঠাঁই পাবে সে দ্বন্দ্ব তো আছেই। * এখন আর একটি চিন্তা সবাইকে বিশেষ করে ডাক্তার বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে যে করোনা করোনা করে যেন সাধারণ রোগের চিকিৎসা ক্ষতিগ্রস্ত না হয়। * আমাদের দেশেও কিন্তু চিন্তাটা প্রাসঙ্গিক * কোন বড় হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে যেন আর ডেডিকেটেড কোভিড না করা হয়। * কোভিডে মারা যায় ১.৩%, হার্ট এ্যাটাকে পথেই মারা যেতে পারে ১৫%। * প্রত্যেক হাসপাতালকে রেড, ইয়েলো ও গ্রীন জোনে ভাগ করে কোভিড নন-কোভিড একই সময়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখা উচিত। * কিছু মেক-সিফ্ট হাসপাতালকে কোভিডের জন্য শুধু ডেডিকেটেড কোভিড করা যেতে পারে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×