ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় চবি শিক্ষকের মৃত্যু ॥ নতুন আক্রান্ত ১২৮

প্রকাশিত: ২২:৪৪, ৮ আগস্ট ২০২০

করোনায় চবি শিক্ষকের মৃত্যু ॥ নতুন আক্রান্ত ১২৮

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. শফিউল আলম তরফদার। বৃহস্পতিবার রাত দশটার দিকে চট্টগ্রাম মহানগরীর পার্কভিউ হাসপাতালে মারা যান তিনি। এদিকে, একই দিনে নতুন করে ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম জেলায়। আরও দুজনের মৃত্যুসহ মৃতের সংখ্যা উন্নীত হয়েছে ২৪০ জনে। স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার চব্বিশ ঘণ্টায় মোট ৮১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২৮ জন। এদিন আক্রান্তের হার ১৫ দশমিক ৭৬। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ মারা যান ২ জন। চট্টগ্রামে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৪ হাজার ৮৭৪। এর মধ্যে ১০ হাজার ৪৪৮ জন মহানগর এলাকার এবং ৪ হাজার ৪২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন সুস্থ হয়েছেন ১১৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা জয় করলেন ২ হাজার ৫৩ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার মোট ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে ১৭৮ নমুনা পরীক্ষায় ৪, সিভাসু ল্যাবে ৮৭ নমুনা পরীক্ষায় ১৯, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৬৭ নমুনা পরীক্ষায় ২০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১০ নমুনা পরীক্ষায় ১৫, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষায় ১ এবং বেসরকারী ইম্পেরিয়াল হসপিটালে ৯৪ নমুনা পরীক্ষায় ৩১ ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৪ নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে বৃহস্পতিবার আক্রান্ত ১২৮ জনের মধ্যে ১০৩ জন মহানগর এলাকার এবং ২৫ জন বিভিন্ন উপজেলায়। মহানগরের বাইরে সীতাকুন্ড উপজেলায় ৬ জন, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় ৪ জন করে, সাতকানিয়া, সন্দ্বীপ ও মীরসরাই উপজেলায় ২ জন করে এবং লোহাগাড়া, পটিয়া, বোয়ালখালী, রাঙ্গুনীয়া ও রাউজান উপজেলায় ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় প্রাণ হারালেন চবি শিক্ষক ॥ জনকণ্ঠের চবি সংবাদদাতা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. শফিউল আলম তরফদার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রফেসর শফিউল আলম ও তার মা শারীরিক অসুস্থতা নিয়ে গত ৩ জুলাই পার্কভিউ হাসপাতালে ভর্তি হন।
×