ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক করোনা আক্রান্ত

প্রকাশিত: ২১:৪০, ৭ আগস্ট ২০২০

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক করোনা আক্রান্ত

অনলাইন রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। বর্তমানে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। ফসিহউল্লার একান্ত সচিব মো. হাবিবুর রহমান শুক্রবার জানান, কোরাবানির ঈদের আগে জ্বরে আক্রান্ত হয়ে মহাপরিচালক বাসায় আইসোলেশনে ছিলেন। ৫ অগাস্ট নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন, শুক্রবার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন ফেইসবুক পোস্টে লিখেছেন, আমাদের প্রিয় মহাপরিচালক মো. ফসিউল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করি। ৬ অগাস্ট পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন দফতরের ৮৪ জন কর্মকর্তা, ৪৮ জন কর্মচারী, ৫০৪ জন শিক্ষক, ২২ জন শিক্ষার্থীসহ মোট ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৬ জন।
×