ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবকে স্মরণ করল লেস্টারশায়ার

প্রকাশিত: ২১:৩৩, ৮ আগস্ট ২০২০

সাকিবকে স্মরণ করল লেস্টারশায়ার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে হঠাৎ করেই ইংল্যান্ডের কাউন্টি ক্লাব লেস্টারশায়ার এক ‘বিশেষ’ পোস্ট দিয়েছে। সাকিব যে এ দলের হয়ে ২০১৩ সালে মাঠ মাতিয়েছিলেন। দক্ষিণ এশিয়ার ক্রিকেটাররা যারাই এই দলে খেলেছেন তাদের নিয়ে লেস্টারশায়ার নিজেদের ওয়েবসাইটে পোস্ট করেন। তবে সাকিবকে নিয়ে বিশেষ উচ্ছ্বাসও দেখা গেছে। অবশ্য এশিয়ার ক্রিকেটারদের নিয়ে পোস্ট করার কারণও আছে। চলতি মাসটা সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ হিসেবে পালন করছে লেস্টারশায়ার। ফলে এর আগে দক্ষিণ এশিয়ার ক্রিকেটারদের মধ্যে যারা লেস্টারশায়ারে খেলেছেন তাদের নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে ক্লাবটি। সর্বশেষ প্রতিবেদনে সাকিব ছাড়াও লেস্টারশায়ারের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নবীর প্রশংসাও করা হয়েছে। সাকিব আল হাসানের ব্যাপারে লেস্টারশায়ার লিখেছে, ‘সাকিব বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি অলরাউন্ডার। তিনি ২০১৩ সালে মাত্র এক মৌসুমের জন্য লেস্টারশায়ারে খেলেছেন। সেই মৌসুমে সাকিব দলের হয়ে সবগুলো ম্যাচই খেলেছে এবং তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৪৩*। ট্রেন্ট ব্রিজে তার এই ইনিংসের সুবাদেই নটসের বিপক্ষে লেস্টারশায়ার ৭ উইকেটের জয় পায়।’ পোস্টে আরও লেখা হয়, ‘সাকিব প্রতি ম্যাচেই বেশ কঠিন বোলিং করেছিলেন এবং ইয়র্কশায়ারের বিরুদ্ধে দুই উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে ৪৭ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় লেস্টারশায়ার। ব্যস্ত একজন টি২০ খেলোয়াড় হিসেবে মৌসুম শেষেই তিনি বার্বাডোজের বিমান ধরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আরেকটি টি২০ টুর্নামেন্টে (সিপিএল) খেলতে যান। এই টুর্নামেন্ট চলাকালীন তিনি ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন। যা সে সময় টি২০তে সেরা বোলিং ফিগার ছিল।’
×