ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাতে মেসিদের নেপোলি পরীক্ষা

প্রকাশিত: ২১:৩২, ৮ আগস্ট ২০২০

রাতে মেসিদের নেপোলি পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা দুর্যোগ কাটিয়ে শুক্রবার রাতে ফের মাঠে গড়িয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। আজ রাতে শেষ ষোলোর বাকি দুই ম্যাচে মাঠে নামছে চারটি দল। অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ নুক্যাম্পে বার্সিলোনা খেলবে ইতালিয়ান ক্লাব নেপোলির বিরুদ্ধে। আরেক ম্যাচে মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় ইংলিশ ক্লাব চেলসির বিরুদ্ধে লড়বে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া করেছে বার্সিলোনা। এ কারণে শিরোপাহীন মৌসুম কাটানো থেকে দলকে রক্ষা করতে কাতালানদের সামনে আছে কেবল চ্যাম্পিয়ন্স লীগ। এই আসরে ভাল করতে মুখিয়ে আছে তারা। তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের শেষ পাঁচ বছর ভাল কাটেনি বার্সার। পাঁচ মৌসুমে সেমিফাইনালে আর তার আগে আরও বাজেভাবে বিদায় নিতে হয়েছে লিওনেল মেসির দলকে। নেপোলির মাঠে গত ২৫ ফেব্রুয়ারি প্রথম লেগে ১-১ গোলে ড্র করে বার্সা। যে কারণে ঘরের মাঠে ফিরতি লেগে এ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে খেলবেন সুয়ারেজ-মেসিরা। তবে কাতালান তাঁবু বর্তমানে ইনজুরিতে জর্জরিত। ক্লেমেন্ট লেংলে আর স্যামুয়েল উমতিতির খেলা নিয়ে আছে সংশয়। দুর্বল রক্ষণভাগের কারণেও কিছুটা দুশ্চিন্তায় বার্সা। তবে দলের সঙ্গে আছেন পূর্ণ বিশ্রাম পাওয়া লুইস সুয়ারেজ, লিওনেল মেসি এবং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরা এ্যান্টোনিও গ্রিজম্যান। বার্সা কোচ কিকে সেটিয়েন দলের ভাল করার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আমাদের এ্যাওয়ে গোলের সুবিধা আছে। তবে জয় দিয়েই আমরা শেষ আটে খেলতে চায়। অন্যদিকে ইতালিয়ান সিরি’এ ভাল কাটেনি নেপোলির। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ খেলার একমাত্র রাস্তা চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ন হওয়া। এমন কঠিন সমীকরণে দলের অন্যতম সেরা তারকা লোরেঞ্জো ইনসিগনের মাঠে নামা নিয়ে সংশয় আছে। ইতালিয়ান ফরোয়ার্ড থাইয়ের ইনজুরিতে ভুগছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এক বিবৃতিতে নেপোলি জানিয়েছে ইনসিগনের বাম থাইয়ের পেশিতে ব্যথা অনুভূত হচ্ছে। যে কারণে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইনসিগনের সুস্থতার সময় নিয়ে নেপোলি সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। তবে বিবৃতিতে বলা হয়েছে প্রতিদিনই তার ইনজুরি পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৯ বছর বয়সী ইনসিগনের সিরি’এ মৌসুমের শেষ ম্যাচে ল্যাজিওর বিরুদ্ধে ইনজুরিতে পড়েন। ওই ম্যাচে নেপোলি ৩-১ গোলে জয়লাভ করে। চেলসিকে তাদেরই মাঠে প্রথম লেগে ৩-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বেয়ার্ন। রাতে ফিরতি লেগে অনেকটাই নিয়মরক্ষার জন্য মাঠে নামছেন লেভানডোস্কি, জিনাব্রিরা। ম্যাচটি আবার নিজেদের মাঠে খেলবেন বেয়ার্ন তারকারা। বর্তমানে যে অবস্থা তাতে ফিরতি ম্যাচে ২-০ গোলে হারলেও কোয়ার্টারে চলে যাবে বেয়ার্ন। তবে দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার লেভানডোস্কির দল গোলশূন্য থাকবে তা অকল্পনীয়। আর টানা ৮ম বুন্দেসলিগা জয়ী দল ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছে না। এই মৌসুমে এরই মধ্যে লেভানডোস্কির গোল সংখ্যা ৫১টি। ইউরোপের সেরা পাঁচ লীগের মধ্যে তার থেকে বেশি গোল করতে পারেননি কেউই। বেয়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নিউয়ের ম্যাচটি নিয়ে বলেন, আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। এগিয়ে থাকলেও ম্যাচটিকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই।
×