ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বোলিং তোপে বিপাকে ইংল্যান্ড

প্রকাশিত: ২১:৩১, ৮ আগস্ট ২০২০

পাকিস্তানের বোলিং তোপে বিপাকে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওল্ডট্র্যাফোর্ডে সিরিজের প্রথম টেস্টে বেকায়দায় পড়েছে ইংল্যান্ড। ওপেনার শান মাসুদের (১৫৬) অনবদ্য সেঞ্চুরির সৌজন্যে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩২৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারী পাকিস্তান। জবাবে শুক্রবার তৃতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে অনেকটাই বিপদে ইংলিশরা। মোহাম্মদ আব্বাসের বিধ্বংসী পেস আক্রমণ এবং লেগস্পিনার ইয়াসির শাহর ঘূর্ণিতে দিশেহারা জো রুটের দল। স্বাগতিকদের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটি করেছেন অলি পোপ (৬২)। জস বাটলার ৩৮। ইয়াসির ৪ ও আব্বাস নিয়েছেন ২ উইকেট। টেস্টের এ পর্যায়ে গল্পটা অবশ্য লিখেছেন শান মাসুদ। ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ ২৪ বছরে কোন পাকিস্তানী ব্যাটসম্যানের এটিই প্রথম সেঞ্চুরি। আগেরদিনই ররি বার্নস (৪), ডম সিবলি (৮), জো রুট (১৪) ও বেন স্টোকসকে (০) সাজঘরে ফেরান পাকিস্তানী বোলাররা। ৪ উইকেটে ৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। পঞ্চম উইকেটে বাটলারকে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন পোপ। ১১৭ বলে ৮ চারে ৬২ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান তরুণ পেসার নাসিম শাহ। তার আগে শান মাসুদের ক্যারিয়ারসেরা ১৫৬ রানে বড় স্কোর পায় সফরকারীরা। ৩১৯ বলে ১৮ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। ১৯৯৬ সালে গ্রেট সাঈদ আনোয়ারের পর এই প্রথম কোন পাকিস্তানী ওপেনার ইংল্যান্ডে সেঞ্চুরির দেখা পেলেন। ওয়াসিম আকরামের নেতৃত্বে ২৪ বছর আগের সেই সিরিজে পাকিস্তান জিতেছিল ২-০ ব্যবধানে। প্রথমবার ইংল্যান্ডে খেলেই দলের জয়ে বড় অবদান রেখেছিলেন সাঈদ আনোয়ার। স্টাইলিশ এই বাঁহাতি ওপেনার প্রথম টেস্টে দলের জয়ের ম্যাচে লর্ডসে করেছিলেন ৭৪ ও ৮৮। শেষ টেস্টে সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে ওভালে খেলেছিলেন ১৭৬ রানের ইনিংস। সেবারের পর এই সিরিজের আগে আরও ৫ দফায় ইংল্যান্ড সফরে করেছে পাকিস্তান, খেলেছে ১৮ টেস্ট। সেঞ্চুরির স্বাদ পাননি আর কোন ওপেনার। সেই খরা এবার ঘুচিয়েছেন আরেক বাঁহাতি। পাকিস্তানের হয়ে ইউনুস খান ও মিসবাহ উল হকের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা তিন টেস্ট ইনিংসে সেঞ্চুরি পেলেন মাসুদ। আগের দুই টেস্ট ইনিংসই ছিল ঘরের মাঠে, শ্রীলঙ্কা আর বাংলাদেশের বিপক্ষে।
×