ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়া থিয়েটারের ‘ভাগীদার’ মঞ্চস্থ

প্রকাশিত: ১৮:৪৬, ৭ আগস্ট ২০২০

বগুড়া থিয়েটারের ‘ভাগীদার’ মঞ্চস্থ

সংস্কৃতি ডেস্ক ॥ নভেল করোনা কোভিড-১৯ এর সংক্রমনের কারণে সংস্কৃতি অঙ্গনের কার্যক্রম অনেকটাই বন্ধ। বিশেষ করে মঞ্চনাট্যকর্মীদের পদচারণাও নাই বললেই চলে। অথচ ঢাকাসহ দেশের নানা প্রান্তের নাট্যকর্মীরা তাদের নাট্যযজ্ঞের জন্য মুখিয়ে আছেন। সেই উৎসাহ ও উদ্দীপনা থেকে দীর্ঘ ৫ মাস পর সীমিত দর্শক পরিসরে মঞ্চে ফিরছে উত্তরবঙ্গের জনপ্রিয় নাট্য সংগঠন বগুড়া থিয়েটার। শুক্রবার বিকেল ৫ টায় বগুড়া থিয়েটারের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘ভাগীদার’ নাটকের প্রদর্শনী হয়ে গেল। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত নাট্যজন, বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অলক পাল, বিধান কৃষ্ণ রায়, সুপিন বর্মন ও রবিউল করিম। ‘ভাগীদার’ নাটকটি গত ৭ মার্চ সর্বশেষ পশ্চিমবঙ্গের শান্তিপুর উড়ান উৎসবে মঞ্চায়ন হয়েছিল। নাটক মঞ্চায়ন ছাড়াও গতকাল বগুড়া থিয়েটার কার্যালয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটারের পুন্ড্র অঞ্চলের সভা এবং কলেজ থিয়েটারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
×