ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

প্রকাশিত: ১৭:২৮, ৭ আগস্ট ২০২০

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছ-আলমশ্রী গ্রামে তুচ্ছ কারণে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় পাছ-আলমশ্রী গ্রামের আজিজুল ও খোকন স্থানীয় জনতা বাজারে চান মিয়ার দোকানে চা খেতে যায়। এ সময় আজিজুল দোকানের ভিতর থেকে একটি বেঞ্চ বাইরে এনে বসতে গেলে চান মিয়া বাধা দেয়। এ নিয়ে চানমিয়া ও আজিজুলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে শুক্রবার পাছ আলমশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে মদন থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আবুল কাশেম, আবু বকর, আহাদ, মিলন, জজ মিয়া ও ফয়সালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপালে এবং শাহ আলম, সিরাজুল, মুস্তাকিম, রতন, তারা মিয়া, জীবন মিয়া, লিটন, বাদল, মাইশারা আক্তার ও ফাতেমা আক্তারকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। মদন থানার ওসি রমিজুল হক জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তারা হচ্ছেÑ হেলিম,শাহ আলম, মোবারক ও ডালিমন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি।
×