ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরের চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ও বানভাসি শিশুদের মধ্যে খেলাঘরের খাদ্য বিতরণ

প্রকাশিত: ১৬:৫৬, ৭ আগস্ট ২০২০

ফরিদপুরের চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ও বানভাসি শিশুদের মধ্যে খেলাঘরের খাদ্য বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ‘বানভাসি শিশুদের রক্ষা করি’- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ও বানভাসি শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর। খেলাঘর কেন্দ্রীয় কমিটি ও খেলাঘর ফরিদপুর জেলা কমিটির আয়োজনে শুক্রবার দুপুরে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ভাঙ্গীডাঙ্গী মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের দুই শতাধিক শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়। খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদ বানভাসি চরাঞ্চলের দরিদ্র শিশুদের হাতে শিশু খাদ্য তুলে দেন। শিশু খাদ্যের মধ্যে ছিল, ৩ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি, ১ কেজি সুজি, ১প্যাকেট দুধ, ১ কেজি বিস্কুট ও ৫ টি খাবার স্যালাইন। এসময় উপস্থিত ছিলেন, আলেয়া হক, আলী আহসান, উত্তম দত্ত, আক্তারী জাহান, রুবিয়া মিল্লাত, আফরোজা সুলতানা, বৈশাখী চক্রবর্তী, ইকবাল হোসেন চৌধুরী, বেলায়েত হোসেন খান প্রমুখ।
×