ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ প্রাণ কেড়ে নিল চবি অধ্যাপকের

প্রকাশিত: ১১:২৪, ৭ আগস্ট ২০২০

করোনা ভাইরাস ॥ প্রাণ কেড়ে নিল চবি অধ্যাপকের

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে প্রায় একমাস লড়ে চিকিৎসাধীন অবস্থায়ই মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক সফিউল আলম তরফদার। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে অধ্যাপক শফিউলের বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন। তার সহকর্মীরা জানান, গত ৯ জুন অধ্যাপক শফিউল আলম তরফদার করোনা পজিটিভ হন। এরপর থেকে নগরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অধ্যাপক সফিউল আলম তরফদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চবির প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া গণমাধ্যমকে বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর তিনি একমাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
×