ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার নির্বাচনে বড় জয়ের পথে রাজাপাকসে

প্রকাশিত: ০০:৫৭, ৭ আগস্ট ২০২০

শ্রীলঙ্কার নির্বাচনে বড় জয়ের পথে রাজাপাকসে

জনকণ্ঠ ডেস্ক ॥ শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেশটির প্রভাবশালী রাজাপাকসে পরিবার পরিচালিত দল শ্রীলঙ্কা পিউপিল’স পার্টির (এসএলপিপি) বড় জয়ের আভাস মিলেছে। খবর ওয়েবের। বৃহস্পতিবার ফল ঘোষণা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোষিত ১৬টি আসনে মোট ভোটের ৬০ শতাংশের বেশি পেয়ে ১৩টিতেই জয় পেয়েছে দলটি। নির্বাচনে প্রধানমন্ত্রী হতে লড়াই করছেন এসএলপিপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আর সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চান তার ছোট ভাই ও রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। বুধবার অনুষ্ঠিত হয় দেশটির পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনী প্রচারের বড় অংশ জুড়ে ছিল সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি। তা বাস্তবায়ন করতে গেলে ২২৫ আসনের পার্লামেন্টের অন্তত ১৫০ আসনে জয় পেতে হবে। বৃহস্পতিবার ফল ঘোষণা শুরুর পর এসএলপিপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে আভাস মিলেছে।
×