ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে বাসের ধাক্কায় এএসআই নিহত

প্রকাশিত: ০০:৫৬, ৭ আগস্ট ২০২০

রাজধানীতে বাসের ধাক্কায় এএসআই নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীর বিমানবন্দর সড়কে বৃহস্পতিবার বিকেলে বাসের ধাক্কায় জিয়াউর রহমান (৩০) নামের পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আতিয়ার রহমান নামের আরেক কনস্টেবলও আহত হয়েছেন। খবর বিডিনিউজের। বিমানবন্দর থানার পুলিশ জানায়, মোটরসাইকেলে আতিয়ার রহমানকে নিয়ে উত্তরায় অফিসের কাজে যাচ্ছিলেন জিয়াউর রহমান। পৌনে তিনটার দিকে কাওলা ফুটওভার ব্রিজের নিচে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুজন রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই জিয়াউরের মৃত্যু হয় এবং আতিয়ার আহত হন। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় রোকসানা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের ফুলপুর থানা এলাকার শাহাদত হোসেনের মেয়ে। জানা গেছে, ঢাকা বাইপাস সড়কের (নাওজোর-ভুলতা) গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজমেরী পরিবহনের একটি বাসের ধাক্কায় রোকসানা আক্তার ঘটনাস্থলেই নিহত হন।
×