ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতারণার অভিযোগে লিবিয়ার নাগরিকসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ২৩:২৪, ৭ আগস্ট ২০২০

প্রতারণার অভিযোগে লিবিয়ার নাগরিকসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার ॥ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে লিবিয়ার এক নাগরিকসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে- লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজ (৪৫), সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল গোফরান (৬০), ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান (৩৪), ম্যানেজার মোঃ নজরুল ইসলাম (৪২), হিসাবরক্ষক মহিনউদ্দিন (৩১) এবং ম্যান পাওয়ার এজেন্ট মোঃ সোহেল (২৪)। র‌্যাব জানান, গ্রেফতারকৃতরা ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখায়, বিভিন্ন অবৈধ কর্মকান্ডের সঙ্গে জড়িত। র‌্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার গভীররাতে হাতিরঝিল এলাকা থেকে লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজকে আটক করা হয়। একইদিন পল্টন এলাকা থেকে আটক হন সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল গোফরান, ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান, ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, হিসাবরক্ষক মহিনউদ্দিন ও ম্যানপাওয়ার এজেন্ট মোঃ সোহেলকে আটক করা হয়। র‌্যাব-৩ গোয়েন্দা সূত্রে জানতে পারে, লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজ টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। বিধিবহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/ইমপ্লয়মেন্ট (ই)/ওয়ার্ক পারমিট গ্রহণ ব্যতিরেকে ঢাকার সুফি ইন্টারন্যাশনাল লিঃ নামক রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে জনশক্তি রফতানির ব্যবসায় দীর্ঘদিন যাবত জড়িত আছেন। তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। লিবিয়ার নাগরিক সামির আহমেদকে ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে বুধবার হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয়। র‌্যাবের এই কর্মকর্তা জানান, লিবিয়ার নাগরিক সামির আহমেদ বাংলাদেশের সাধারণ নাগরিকদের চার লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো লোভ দেখায়। এমনকি তিনি নিরীহ বাংলাদেশীদের ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিলেন। লিবিয়ায় তাদের নিজেদের বিভিন্ন কোম্পানিতে প্রতি বছর বহুসংখক নিয়োগ ও অধিক বেতন দেয়া হয় বলেও ব্যাপক প্রচারণা চালান সামির। বাংলাদেশের নাগরিকদের নির্ধারিত দালালের মাধ্যমে সংগ্রহ করে অবৈধভাবে বিদেশে পাঠাতে প্ররোচিত করে আসছিলেন সামির আহমেদ। বুধবার পল্টন এলাকা থেকে লিবিয়ার নাগরিক সামির আহমেদের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বাংলাদেশের সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
×