ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতি সংরক্ষণে হাসপাতালে অভিযান বন্ধ হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ২৩:২২, ৭ আগস্ট ২০২০

দুর্নীতি সংরক্ষণে হাসপাতালে অভিযান বন্ধ হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিনা অনুমতিতে সরকারী-বেসরকারী হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযান পরিচালনা না করার নির্দেশ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যে নতুন পরিপত্র জারি করেছে; সেটি দুর্নীতি সংরক্ষণে করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, দুর্নীতিতে স্বাস্থ্য খাত ধ্বংস হওয়ার পরও সরকারের টনক নড়েনি। তারপরও বুধবার মূলত দুর্নীতির পক্ষে পরিপত্র জারি করেছে। তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকারের কোন ব্যবস্থা ছিল না। হাঁকডাক দেয়া হলেও চিকিৎসা সেবায় কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাই চিকিৎসা না পেয়ে মানুষ রাস্তায়, এ্যাম্বুলেন্সে মারা গেছে। রিজভী বলেন, স্বাস্থ্য খাতে এখন ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে। দুর্নীতিতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে একটি পরিপত্র জারি করেছে, সরকারী অনুমতি ছাড়া কোন হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী কোন অভিযান পরিচালনা করতে পারবে না। কেন এ ধরনের পরিপত্র? এ নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তারা জানতে চায়, কাদের স্বার্থে এই পরিপত্র? রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা না করলে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ এবং জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনার দুর্নীতি প্রকাশ পেত না। দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা সরকারী দলের লোকজন। তাদের নিরাপত্তা দেয়ার জন্যই এই পরিপত্র জারি করা হয়েছে। এর ফলে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত আরও ভয়ঙ্কর হবে। মানুষ কোন চিকিৎসা সেবাই পাবে না। রিজভী বলেন, দেশের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের ব্যাপক বিস্তার হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। যেখানে ঢাকাতে কোন চিকিৎসা নেই সেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পাওয়া কল্পনাও করা যায় না। এখানে চিকিৎসা ব্যবস্থা না থাকায় করোনা মোকাবেলায় নরকতুল্য অবস্থা বিরাজ করছে।
×