ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষকরা একই স্কুলে ৫ বছরের বেশি নয়

প্রকাশিত: ২৩:১৯, ৭ আগস্ট ২০২০

প্রাথমিক শিক্ষকরা একই স্কুলে ৫ বছরের বেশি নয়

স্টাফ রিপোর্টার ॥ বছরের পর বছর কিংবা সারাজীবন এক শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বদলি ব্যবস্থায় পরিবর্তন এনে এমন সিদ্ধান্তই নিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা প্রশাসন। শিক্ষকদের নির্ধারিত সময় পর পর বদলি বাধ্যতামূলক করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বদলির এই ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে। সচিব মো. আকরাম-আল হোসেন বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করা হবে। তাদের তিন বছর পর পর অথবা পাঁচ বছর পর পর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে। বদলি নিয়ে যে একটা অনৈতিক কাজ দীর্ঘদিন থেকে চলে আসছে, সেটা বন্ধ করব। ন্যায় বিচার যাতে হয় সেটা দেখব। শীঘ্রই অনলাইনে শিক্ষক বদলি শুরু হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরকে এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করতে বলা হয়েছে। তিন বছর পর অথবা পাঁচ বছর পর বিবেচনা করে প্রস্তাবনা চূড়ান্ত করবে অধিদফতর। তবে শিক্ষকদের যাতে ভোগান্তি না হয় সে কারণে কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করার ব্যবস্থা রাখা হবে। প্রাথমিক শিক্ষক বদলি নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে প্রায়ই। প্রত বছর ফেব্রুয়ারি ও মার্চে বদলির সুযোগ দেয়া হয়। এই পরিস্থিতিতে শিক্ষক বদলিতে তদ্বির শুরু হয়। দুর্নীতি দূর করতে অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। কিন্তু এখনও তা চালু করা সম্ভব হয়নি। ১৩ আগস্ট পর্যন্ত সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস রুটিন ॥ করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস প্রচার করা হচ্ছে। ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টিভিতে। তবে, আগামী ১১ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস প্রচার করা হবে না। করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশে টিভিতে শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। দীর্ঘ ছুটিতে লাখ লাখ শিক্ষার্থীকে পড়াশোনার মধ্যে রাখার সরকারী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। টেলিভিশনে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিষয়ভিত্তিক ক্লাস দেখলেই কাজ শেষ নয়। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। করোনার তা-ব শেষ হলে যখন স্কুল খোলা হবে তখন শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে।
×