ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২২:৪৯, ৭ আগস্ট ২০২০

ঝলক

অপরাধী বিড়াল মাদক পাচারের অভিযোগে আটক একটি বিড়াল শ্রীলঙ্কার একটি কারাগার থেকে পালিয়ে গেছে বলে দেশটির সংবাদমাধ্যম অরুণা জানিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, কঠোর নিরাপত্তা-সম্পন্ন ওয়েলিকাডা কারাগারে বিড়ালটিকে হাতেনাতে ধরেন কারাগারের গোয়েন্দা কর্মকর্তারা। তিনি জানান, বিড়ালটির গলায় বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে মাদক, মোবাইল ফোন এবং মেমোরি কার্ড পাওয়া যায়। তবে কারাগারের যে কক্ষে বিড়ালটিকে রাখা হয়েছিল সেখান থেকে বিড়ালটি পালিয়ে যায়। এ প্রসঙ্গে কারা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে কারাগারটিতে দেয়ালের ওপর দিয়ে ছোট প্যাকেটে মাদক, সিগারেট, মোবাইল ফোন, চার্জার ইত্যাদি ছুঁড়ে ফেলার ঘটনা বেড়ে গিয়েছিল। বাইরে থেকে অর্থের বিনিময়ে একদল অসাধু লোক কয়েদিদের কাছে এসব জিনিস সরবরাহ করত। ধারণা করা হচ্ছে, সেই চক্রটিই বিড়ালের গলায় মাদক বেঁধে কারাগারে পাঠিয়েছিল। -দ্য হিন্দু ভেসে এলো অদ্ভুত প্রাণীর দেহ ব্রিটেনের সমুদ্রপাড়ে অদ্ভুত এক মৃত প্রাণীর দেহের দেখা মিলেছে। অদ্ভুত সেই প্রাণীর ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। আর ওই মৃত প্রাণীর দেহ ঘিরে জোর শোরগোল পড়েছে। ব্রিটেনের আইন্সডেল সমুদ্র সৈকতে প্রায় ১৫ ফুট লম্বা ওই রহস্যময় প্রাণীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। প্রতিদিনই তিনি ওই পথে পায়চারি করেন। হঠাৎই এক সকালে সৈকতে পড়ে থাকতে দেখেন ওই কিম্ভূত দেখতে প্রাণীর মৃতদেহ। প্রাণীটিকে দেখামাত্রই ভয় পেয়ে বাকিদের খবর দিলে তারাও এসে ওই প্রাণীর দেহ দেখে আতঙ্কে ভুগতে শুরু করেন। যিনি প্রথম ওই প্রাণীর দেহটি দেখতে পান সেই ব্যক্তি জানিয়েছেন, সৈকতে প্রাণীটির দেহ পড়ে থাকতে দেখেন তিনি। অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছিল দেহটি থেকে। তার কথা অনুযায়ী, প্রাণীটির চারটি পায়ের কাছে চারটি পাখনার মতো দেখতে অঙ্গ ছিল। আকারে প্রায় ১৫ ফুট দীর্ঘ ছিল প্রাণীটি। তার হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিমত, দেখে মনে হচ্ছিল একটি প্রাণীর সঙ্গে আরও একটি প্রাণীজুড়ে আছে। ইতোমধ্যে প্রাণীটির ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেরই দাবি, প্রাণীটি আসলে উলি ম্যামথ। কেউ কেউ আবার প্রাণীটিকে সিন্ধুঘোটক বলেও দাবি করেছেন। -এনডিটিভি
×