ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ২২:৪৯, ৭ আগস্ট ২০২০

উবাচ

টেলিভিশনে উঁকি দিয়ে! স্টাফ রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ঘরে বসে বিএনপি নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে কথা বলে। এমনিতে করোনা, এর উপর বন্যা- এই পরিস্থিতিতে বিএনপিকে ঘরের বাইরে বের করা কঠিন। স্বাভাবিক পরিস্থিতিতে বিএনপির একজন নেতা নয়া পল্টনে বসে প্রতিদিন সংবাদ সম্মেলন করতেন। এর বাইরে দিনের পর দিন বিএনপিকে কোন রাজনৈতিক কর্মসূচীতে দেখা যেত না। করোনার মধ্যে বিএনপি এই কর্মসূচীও সংক্ষিপ্ত করেছে। ফলে টেলিভিশনে মুখ দেখানো ছাড়া উপায় কী? তবে শুধু টেলিভিশনে উঁকি ঝুঁকি দেয়া নিয়ে সরকারী দল মাঝে মধ্যেই বিএনপিকে খোঁচা দেয়। তবে এতে বিএনপির কিছু যায় আসে বলে মনে হয় না। বিএনপি পরের দিন আবার একই কাজ করে বলে অভিযোগ রয়েছে। ওদের হাত ভেঙ্গে দিতে হবে স্টাফ রিপোর্টার ॥ টেলিভিশনের কল্যাণে রিজেন্টের শাহেদ আর ওয়েস্টিন বালাখানার মালেকিন পাপিয়াকে কে না চেনে? এই পাপিয়ারা সময়ের সঙ্গে সঙ্গে দল বদলে হয়ে যান ক্ষমতাবান। এদের উৎপাতে দলের নিবেদিতপ্রাণ কর্মীরা হয়ে যান কোণঠাসা। এক সময় অপকর্ম আর ঢেকে রাখা যায় না। এরা ধরাও পড়েন। তখন এদের সম্পর্কে যেসব খবর শোনা যায় তা সমাজ সংসারকে নাড়া দেয়। আর তখনই খোঁজা হয় কে এই পাপিয়া, কে এই সাহেদ। কারা সাহেদ-পাপিয়াদের এনে জায়গা করে দিল তাও খোঁজা হয়। কিন্তু এদের ঘনিষ্ঠরা তখন আর দায় নেয়া তো দূরের কথা কোন কালে চিনত তাই শিকার করতে চায় না। সাহেদ-পাপিয়াদের যে নেতারা দলে এনেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। দলের নেতাদের উদ্দেশে নানক বলেন, সাহেদকে নিয়ে আপনাদের প্রত্যেকের প্রশ্ন আছে। সাহেদ-পাপিয়ারা কীভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোন ফাঁক-ফোকর আছে। কোন নেতার হাত ধরে ঢোকে? হুঁশিয়ার করে তিনি বলেন, যে নেতার হাত ধরে ঢুকছে সেই নেতার হাতকে ভেঙ্গে দিতে হবে। শুধু সাহেদ-পাপিয়াদের হাত ভাঙলে চলবে না, তাদের যারা দরজা দিয়ে ঢোকায় তাদের হাত গুঁড়িয়ে দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। তাদের যে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুড়ি মিনিটও সয় না! স্টাফ রিপোর্টার ॥ মাত্র কুড়ি মিনিট লাইনে দাঁড়ালেই হয়, কিন্তু এই সামান্য বিড়ম্বনাও সইতে রাজি নন তিনি। সিরিয়াল ভেঙ্গে ফেরিতে উঠতে গিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এখন সংবাদের শিরোনাম হয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। এরপর বিএনপির এই সাবেক সংসদ সদস্যকে পুলিশ সিরিয়ালের পেছনে পাঠিয়েছে। আলাল এই ঘটনার ব্যাখ্যায় বলছেন গাড়িতে তার এক নাতিসহ পরিবারের কয়েক সদস্য ছিলেন। নাতি অসুস্থ। স্থানীয় কয়েক নেতাকর্মী বিষয়টি জানতে পেরে দ্রুত গাড়িটি নদী পার করে দেয়ার কথা বলেন। তিনি ভেবেছিলেন, ওই নেতাকর্মীরা ঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা বন্দোবস্ত করেছেন। বিষয়টি জানার পর তিনি গাড়ি সরিয়ে লাইনের পেছনে নিয়ে আসেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাট দিয়ে ‘ভিআইপি’ হিসেবে পারাপারের কোন ব্যবস্থা নেই। এ অবস্থায় ওই বিএনপি নেতার গাড়িটি সিরিয়াল ভেঙ্গে আগে ফেরিতে ওঠার চেষ্টা করছিল। তাকেও নিয়ম মেনে ফেরিতে ওঠার অনুরোধ জানিয়ে গাড়িটি লাইনের পেছনে পাঠিয়ে দেয়া হয়। সবাই নিয়ম মেনে চললে দৌলতদিয়া ঘাটে ঈদফেরত যাত্রী ও যানবাহনের ভোগান্তি কম হবে বলে উল্লেখ করেন তিনি।
×