ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও আইভারমেকটিন

প্রকাশিত: ২২:৪৮, ৭ আগস্ট ২০২০

আবারও আইভারমেকটিন

* আমরা পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখছি সংক্রমণের প্রথম চোটেই কেউ যদি আইভেরা ৬ মিগ্রা ২টি বড়ি এক সঙ্গে খেয়ে নেয় এবং সঙ্গে ডক্সিসাইক্লিন ১টা করে ২ বার খায়, তারা অতি সহজে আরোগ্য লাভ করছে। * এ পর্যবেক্ষণ আরও দৃঢ় হলো আমেরিকা ও ভারতের ২টি গবেষণার ফল প্রকাশের পর। তারা বলতে চাচ্ছেন আইভারমেকটিন আসলেই কাজ করছে। * সম্প্রতি অস্ট্রেলিয়ার একজন ডাক্তার সহমত পোষণ করে বলেন, আইভারমেকটিন যেহেতু কোন ক্ষতি করে না, সেহেতু প্রত্যেক করোনা রোগী সংক্রমণের প্রথমেই আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন ও সঙ্গে জিংক খেলে অতি দ্রুত করোনা রোগী সেরে উঠতে পারে। * আমাদের হাসপাতালগুলোতে এগুলো ব্যবহার হচ্ছে। * আমাদের মতো গরিব ও ঘন বসতির দেশে এই সহজ পথটা যেন আমরা না ভুলি। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×