ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যের কর্মকর্তা ও কর্মচারীদের মিডিয়ায় সাক্ষাতকারে অনুমতি লাগবে

প্রকাশিত: ২২:১৫, ৭ আগস্ট ২০২০

স্বাস্থ্যের কর্মকর্তা ও কর্মচারীদের মিডিয়ায় সাক্ষাতকারে অনুমতি লাগবে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা কর্মচারীদের মিডিয়ায় সাক্ষাতকার দেয়ার সুযোগ সঙ্কোচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিদফতরের পক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাতকার প্রদান ও টকশোতে অংশগ্রহণের আগে স্বাস্থ্য মহাপরিচালকের অনুমতি লাগবে। বিভিন্ন প্রচার মাধ্যমে ব্রিফিং ও সাক্ষাতকার প্রদান বা অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে অংশগ্রহণকারীকে ন্যূনতম পরিচালক পদমর্যাদার কর্মকর্তা হতে হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন অধিশাখা) মোঃ জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সরকার তথা স্বাস্থ্য অধিদফতরের পক্ষে সাক্ষাতকার প্রদান এবং টকশোতে অংশগ্রহণ শীর্ষক চিঠিতে বলা হয়, বিভিন্ন প্রচার মাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও অধিদফতরের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়াও এসব বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়। প্রচার মাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি বিধান অনুসরণ বাঞ্ছনীয়। জনস্বার্থে নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।
×