ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কপিরাইট ইস্যুতে বামবা, এমআইবি ও বিএফপিডির যৌথ সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৯:৪১, ৭ আগস্ট ২০২০

কপিরাইট ইস্যুতে বামবা, এমআইবি ও বিএফপিডির যৌথ সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ কপিরাইট সুরক্ষার নামে কতিপয় মহলের হাতে দেশের মিউজিক লেবেল কোম্পানি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি এবং সঙ্গীতশিল্পীদের একের পর এক হয়রানি রোধে সরকারের দৃষ্টি আকর্ষণপূর্বক এসব অপকর্মের জন্য দায়ী ব্যক্তি ও মহলবিশেষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এ্যাসোসিয়েশন (বামবা), মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) ও বাংলাদেশ ফিল্ম প্রোডিউসার্স এ্যান্ড ডিস্ট্রিবিউটরস এ্যাসোসিয়েশনের (বিএফপিডিএ) নেতারা। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে বক্তব্য রাখেন বামবা সভাপতি হামিন আহমেদ, এমআইবি প্রেসিডেন্ট এ কে এম আরিফুর রহমান, বিএফপিডিএ সভাপতি খোরশেদ আলম খসরু, এমআইবির ভাইস প্রেসিডেন্ট ও অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনওয়ার হোসেন, এমআইবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চেনা সুরের স্বত্বাধিকারী হাসান মতিউর রহমান, ইবিএস সল্যুশনসের পরিচালক এনামুল হক এবং অভিনেতা ও প্রযোজক শাকিব খান। বামবা সভাপতি হামিন আহমেদ বলেন, মিউজিক বা চলচ্চিত্র শিল্পের সঙ্গে আদৌ সংশ্লিষ্ট নন, ওলোরা আফরিন নামে নিজেকে আইনজীবী পরিচয়দানকারী একজন ব্যক্তি কীভাবে লাইসেন্সিং এ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্ম (এলসিএসসিএফ) নামে একটি সোসাইটির অনুমোদন পেলেন তা বিস্ময়কর। শুধু তাই নয়, ওই সোসাইটির ব্যানার কাজে লাগিয়ে কপিরাইট সুরক্ষার নামে তিনি নিজের স্বার্থ হাসিলে একের পর এক অপকর্মের মাধ্যমে এই শিল্প খাতে গভীর অস্থিরতা তৈরি করে চলেছেন। এমআইবি প্রেসিডেন্ট এ কে এম আরিফুর রহমান বলেন, অভিযুক্ত ওলোরা আফরিন সিনেমাটোগ্রাফির জন্য সোসাইটির অনুমোদন নিয়েছেন অথচ ওই সোসাইটিতে এদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট কোন ব্যক্তিই নেই। এখন ওই ব্যানার ব্যবহার করেই তিনি বিভিন্ন মিউজিক প্রোডিউসার, সার্ভিস প্রোভাইডার এবং প্রোডাকশন হাউসের মাথার ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা চালাচ্ছেন। ঢালাওভাবে সবাইকে তার কথামতো চলার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তার প্রস্তাবে রাজি না হলে মিউজিক লেবেল কোম্পানি এবং সার্ভিস প্রোভাইডারদের বিভিন্ন ধরনের হুমকি, লিগ্যাল নোটিস ও মামলা দিয়ে চরম হয়রানি করে চলেছেন। আমরা মিউজিক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএফপিডিএ সভাপতি খোরশেদ আলম খসরু এ ধরনের উড়ে এসে জুড়ে বসা কতিপয় ব্যক্তিবর্গের অপতৎপরতায় বিস্ময় প্রকাশ করে বলেন, তারা একটি সিনেমাটোগ্রাফিক সোসাইটির অনুমোদন নিয়েছেন যেখানে বাংলাদেশের চলচ্চিত্র মাধ্যমের সঙ্গে জড়িত কারও সংশ্লিষ্টতা নেই। কীভাবে তিনি এমন একটি অনুমোদন পেলেন তা খতিয়ে দেখা দরকার। এর অর্থ ঝোপ বুঝে কোপ মারার ‘আদর্শে অনুপ্রাণিত’ এক নব্য ডাকাত গোষ্ঠীর আনাগোনা দেখতে পাচ্ছি আমরা চারপাশে। এ বিষয়ে অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক এর সঠিক ব্যাখ্যা দাবি করছি। দেশের শীর্ষ অভিনেতা ও প্রযোজক শাকিব খান ওলেরার বিরুদ্ধে অভিযোগ এনে জানান, ওই আইনজীবী কিছুকাল আগে তার চলচ্চিত্রে ব্যবহৃত একটি গান কেন্দ্র করে বড় ধরনের আইনী জাল ফেলার চেষ্টা চালান।
×