ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেল ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল

প্রকাশিত: ১৯:৪১, ৭ আগস্ট ২০২০

ছাড়পত্র পেল ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল

সংস্কৃতি ডেস্ক ॥ ফেরদৌস খান পরিচালিত ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে। নির্মাণ কাজ শেষ করে গত ৯ জুলাই বৃহস্পতিবার সেন্সর ছাড়ের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছিল ভিডিও কপি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি। প্রযোজনা প্রতিষ্ঠান নজরুল সেন্টার সূত্রে জানা গেছে যে, গত দেড় বছর ধরে চিত্রধারণ ও এডিটিংয়ের কাজ করে তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে ডকুফিল্মটির ফাইনাল প্রিন্ট সম্পন্ন করা হয়। এটি সম্পূর্ণ প্রস্তুত প্রদর্শনীর জন্য-বাকি ছিল কেবল সেন্সর বোর্ডের ছাড়। সেটিও মিলল গত ২৯ জুলাই। নির্মাতা ফেরদৌস খান বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম পূর্ববর্তী সময়ে তাঁর জন্মস্থান অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোল মহাকুমার চুরুলিয়ার আত্মসামাজিক অবস্থার বর্ণনার মধ্য দিয়ে শুরু বায়োগ্রাফি অব নজরুল (নজরুল জীবনী)। আমি খুব খুশি যে এটি একদম আনকাট সেন্সর সনদ পেয়েছে। বিজ্ঞ বোর্ড সদস্যরা কাজটির প্রশংসাও করেছেন।’ ১ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ডের এই তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন আল আমীন খান। সার্বিক কাজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। উল্লেখযোগ্য যে সব জায়গায় শূটিং করা হয়েছে তারমধ্যে রয়েছে- ঢাকা, ত্রিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, কলকাতা, চুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, হুগলী, কৃষ্ণনগর ইত্যাদি স্থান। সাক্ষাতকার প্রদানকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাতীয় অধ্যাপক ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম, জাতীয় অধ্যাপক প্রয়াত ড. আনিসুজ্জামান, আছেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। কবি পরিবারের সদস্যদের মধ্যে কবি পুত্রবধূ প্রয়াত উমা কাজী ও অপর পুত্রবধূ কল্যানী কাজী- কবি নাতনী খিলখিল কাজী, ভ্রাতুষ্পুত্র চুরুলিয়ার রেজাউল কাজী। প্রয়াত শিল্পী খালিদ হোসেন, শিল্পী খায়রুল আনাম শাকিল, রামানুজ দাসগুপ্ত, ড. নুপুর গাঙ্গুলী, বাধন সেনগুপ্তসহ অনেক শিল্পী গবেষক অংশ নেন। ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর নেপথ্যে কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর ও প্রজ্ঞা লাবণী। করোনা পরিস্থিতির উন্নতি হলেই আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে এটি। চলতি মাসের মাঝামাঝি অনলাইন আয়োজনের মাধ্যমে ডকুফিল্মটির ৪ মিনিট দীর্ঘ ট্রেইলার উন্মুক্ত হবে বলে জানান নির্মাতা।
×