ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিলানী-আঁখির ‘বড় লোকের বেটি লো’

প্রকাশিত: ১৯:৪০, ৭ আগস্ট ২০২০

জিলানী-আঁখির ‘বড় লোকের বেটি লো’

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের প্রখ্যাত পল্লীগীতি শিল্পী রতন কাহার ১৯৭২ সালে ‘বড় লোকের বেটি লো’ গানটি লিখেন। ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড হয়। কিছুদিন আগে গানটির প্রথম দু’লাইন নিয়ে বলিউডের র‌্যাপার বাদশা একটি গান প্রকাশ করেন। নেট দুনিয়ায় ভাইরাল হয় সেই গান। রতন কাহারকে শ্রদ্ধা জানিয়ে এবার বাংলাদেশেও গানটি নতুনভাবে করলেন সঙ্গীত পরিচালক জে. কে মজলিশ। কণ্ঠ দিয়েছেন জে. কে মজলিশ ও বিন্দু কণা। ঈদ উপলক্ষে বড় বাজেটের এ মিউজিক ভিডিও আরটিভি মিউজিক ও আরটিভি প্লাসে মুক্তি পেয়েছে। এদিকে এই গানটি নিয়ে একটি চমৎকার মিউজিক ভিডিও তৈরি হয়েছে। যেটিতে মডেল হিসেবে রয়েছেন আঁখি আফরোজ ও আরেফিন জিলানী। গানের দুই শিল্পী জে. কে মজলিশ ও বিন্দু কণাও ভিডিওতে উপস্থিত ছিলেন। গানটির কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। পরিচালনায় ছিলেন উজ্জ্বল রহমান।
×