ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৫:৫৮, ৬ আগস্ট ২০২০

ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ জেলায় নতুন করে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলায় ২ জন, পীরগঞ্জে একজন ও রাণীশংকৈল উপজেলায় ৬ জন আক্রান্ত হয়েছেন । নতুন আক্রান্ত ৯ জনসহ জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৩৭ জনে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে সদর উপজেলায়-২জন, একজন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৬৮), অপরজন হরিনারায়নপুর গ্রামে ৬৪ বছর বয়সী এক পুরুষ। এছাড়া পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে ৩১বছর বয়সী এক ঔষধ ব্যবসায়ী, রাণীশংকৈল থানায় কর্মরত এক এএসআই, রাণীশংকৈল উপজেলার কদমপুর (উমরাডাঙ্গী) গ্রামে ৩৬ বছর বয়সী এক কৃষক, রাণীশংকৈল ভবানন্দপুর গ্রামে ১১বছর ও ১৫ বছর বয়সী দুই ছাত্র, রাণীশংকৈল নেকমরদ গ্রামে ৩৩বছরের এক যুবক ও রাণীশংকৈল বন্দরের সাহাপাড়া গ্রামে ২৫বছর বয়সী এক কাপড় ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে।
×