ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে নতুন করে করোনায় আক্রান্ত ৯ জন

প্রকাশিত: ১২:৩৪, ৬ আগস্ট ২০২০

নীলফামারীতে নতুন করে করোনায় আক্রান্ত ৯ জন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী জেলায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের মাধ্যমে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮০। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৬২১ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে ৯জনের পজিটিভ এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মোট আক্রান্ত ৬৮০ জনের মধ্যে সদরে ৩১৭ জন, ডোমার উপজেলায় ৬১ জন, ডিমলা উপজেলায় ৬৫ জন, জলঢাকা উপজেলায় ১০২ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪২ জন ও সৈয়দপুর উপজেলায় ৯২ জন রয়েছেন। মারা যাওয়া নয়জনের মধ্যে নীলফামারী সদরে এক নারীসহ তিনজন, জলঢাকা উপজেলায় এক নারীসহ দুজন, কিশোরীগঞ্জ উপজেলায় একজন ও সৈয়দপুর উপজেলায় তিনজন রয়েছেন। জেলায় পরীক্ষার জন্য মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৮৭টি। এই পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৫ হাজার ১৯৮টি নমুনার।
×