ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুলাইয়ে সড়কে ৩৫৬ প্রাণহানি ॥ বেশিরভাগই ঢাকা বিভাগে

প্রকাশিত: ২১:২৭, ৬ আগস্ট ২০২০

জুলাইয়ে সড়কে ৩৫৬ প্রাণহানি ॥ বেশিরভাগই ঢাকা বিভাগে

স্টাফ রিপোর্টার ॥ গত জুলাই মাসে ২৯৩ সড়ক দুর্ঘটনায় সারাদেশে ৩৫৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪১ জন। নিহতদের মধ্যে নারী ৬৪ এবং শিশু ৩৫ জন। এছাড়া একই সময়ে ১৬টি নৌ-দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু ও ২১ জন নিখোঁজ হয়েছেন। এর বাইরে ৪টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশ করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে। সংগঠনটি জানায়, এসব দুর্ঘটনায় ট্রাক যাত্রী ১৮, বাসযাত্রী ১৪, পিকআপ যাত্রী ৯, কাভার্ডভ্যান যাত্রী ৪, মাইক্রোবাস যাত্রী ৫, প্রাইভেটকার যাত্রী ২৩, এ্যাম্বুলেন্স যাত্রী ৩, ট্রলি যাত্রী ৬, লরিযাত্রী ২, সিএনজি যাত্রী ২২, ইজিবাইক-অটোরিক্সা যাত্রী ২০, নসিমন-করিমন যাত্রী ১৩, ভটভটি-আলমসাধু-মাহেন্দ্র যাত্রী ৯, রিক্সা ও রিকশাভ্যান যাত্রী ১১, লেগুনা যাত্রী ৭, টমটম যাত্রী ১, পাওয়ার ট্রলারে ২ ও বাইসাইকেল আরোহী ৫ জন নিহত হয়েছেন। সংগঠনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনা ও মৃত্যুর বেশিরভাগই ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ৭০টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন।
×