ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা বিএনপির ॥ আজিমপুরে দাফন

প্রকাশিত: ২১:২৭, ৬ আগস্ট ২০২০

মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা বিএনপির ॥ আজিমপুরে দাফন

স্টাফ রিপোর্টার ॥ দলের ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও ৪ বার নির্বাচিত সংসদ সদস্য আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার বেলা ১১টায় মরদেহ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আনার পর প্রথম জানাজা শেষে দলের সর্বস্তরের নেতাকর্মী তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুর সোয়া ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে দ্বিতীয় এবং বিকেলে নির্বাচনী এলাকা নবাবগঞ্জে আরও ২ দফা জানাজা শেষে রাজধানীর আজিমপুর গোরস্তানে স্ত্রীর কবরের পাশে তার লাশ দাফন করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান আবদুল মান্নান (৭৮)। বুধবার বেলা ১১টায় তার লাশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস-চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মরহুমের জামাতা ও বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দলের নেতা আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, ইশরাক হোসেন, খন্দকার আবু আশফাক, ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।
×