ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের হাওড়, রাষ্ট্রপতির বাড়ি ঘুরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২১:২৬, ৬ আগস্ট ২০২০

কিশোরগঞ্জের হাওড়, রাষ্ট্রপতির বাড়ি ঘুরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ আগস্ট ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একদিনের সফরে এসে কিশোরগঞ্জের হাওড়াঞ্চল ঘুরে দেখেছেন। এ সময় তিনি নিকলী, মিঠামইন ও অষ্টগ্রামের হাওড় এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শনসহ হাওড় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ও দর্শনীয় স্থান ঘুরে দেখেন। বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে নিকলী উপজেলা সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নৌপথে মিঠামইনের ঘাগড়া হোসেনপুর গ্রামে যান। সেখানে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)-এর বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। পরে তিনি পুলিশের গাড়িতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের স্বপ্নের ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক ও ধলেশ্বরী নদীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম যান।
×