ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ২১:২৪, ৫ আগস্ট ২০২০

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি (৪৬) সোনারগাঁও উপজেলার বাসিন্দা। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ১২৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২২ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৫২ জনে। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১৪ জন। বুধবার জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটের করোনার অগ্রগতি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জনের ওয়েবসাইটের থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০৮২ জন, স্্ুস্থ হয়েছে ১৯১৮ জন, সদর উপজেলায় আক্রান্ত ১৩৮০ জন, সুস্থ হয়েছে ১৩১৫ জন, বন্দর উপজেলায় আক্রান্ত ২৪৫ জন, সুস্থ হয়েছেন ২২৬ জন, আড়াইহাজারে আক্রান্ত ৫৫৪ জন, সুস্থ হয়েছেন ৫৪৬ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫২২ জন, স্স্থু হয়েছেন ৪৮৩ জন ও রূপগঞ্জে আক্রান্ত ১১৬৯ জন, সুস্থ হয়েছেন ১১২৬ জন। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৭ জন, সদর উপজেলায় ২৩ জন, বন্দর উপজেলায় ৩ জন, রূপগঞ্জ উপজেলায় ১০ জন, সোনারগাঁয় উপজেলায় ২০ জন ও আড়াইহাজার উপজেলায় ৪ জন। জেলা সিভিল সার্জন অফিস ওয়েবসাইটের প্রতিবেদন থেকে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৬ জনের। এ জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ৫৮০ জন।
×